সাগরের বুকে যত ঢেউ ওঠে নামে
লেখা থাকে কত কথা ভরা নীল খামে।
নিশিদিন অবিরাম কী খবর আনে
বোঝা কী সহজে যায় কী বা তার মানে।
কখন কীভাবে ওঠে কতটা গভীরে
কী কারণে এত ক্ষোভ উদ্গীরণ তীরে।
অপার রহস্যে ঘেরা ওর গতিবিধি
অতলান্ত সাগরের যেন প্রতিনিধি।
বাতাসের সাথে আছে ওর যোগাযোগ
সঠিক কারণ বোঝে কেন এ দুর্যোগ।
সমবেত হয়ে ওরা দুরন্ত অপার
নির্নিমেষে লন্ডভন্ড মেলে নাকো ছাড়।
রবির কিরণ সেও ওদের দোসর
ত্রিফলার কত জোর জানে চরাচর।