তিলোত্তমা কাল্পনিক
অজিত কুমার কর
কপটতার কুজ্ঝটিকায় সত্য কোথায় হারিয়ে যায়
ক্ষমতা আর অর্থবলেই যারা শয়তান মুক্তি পায়।
রাত্রে যতই মশাল জ্বালো দূর হবে না অন্ধকার
ভীম গর্জন থামিয়ে দিতে সুকৌশলে জাল বিছায়।
হিমশৈলের কী পরিমাপ কেবল শৃঙ্গ দৃশ্যমান
ঠাহর করা যায় না আদৌ অতল জলে অবস্থান।
প্রোটন এবং ইলেকট্রনের তলে তলে গভীর ভাব
পরস্পরের যোগসাজশে আমজনতা মুহ্যমান।
তিলোত্তমা কেউ ছিল না চরিত্রটা কাল্পনিক
ওটা একটি খেলার পুতুল সুন্দরী খুব, নান্দনিক।
পুতুল নিয়ে খেলা করার সুযোগটা কি কেউ ছাড়ে
তুলতুলে গা'য় অনেক আঁচড় বলতে চাই না অত্যধিক।
কে বলেছে কানুন অন্ধ চক্ষুষ্মান এখন সে
যষ্ঠি হাতে অন্ধ মানুষ রাস্তা পেরোয় আরামসে।
চাপা পড়ে তারাই যারা জগৎটাকে দেখতে পায়
কলকাঠি কে নাড়ছে জানে, ওই চেয়ারে যে বসে।
জটিল কেসও সহজ-সরল তদন্ত এক প্রহসন
লোকদেখানো করল কতই যাতে ভেস্তে আন্দোলন।
কোন গোয়েন্দা আস্থাভাজন কোন গোয়েন্দা দলদাস
ছকে বাঁধা চিত্রনাট্য বুঝল না হায় জনগণ।
শীর্ষ নিম্ন দুই জায়গায় সুরক্ষিত বনের বাঘ
ভানুমতী দেখাচ্ছে খেল লাগ লাগ লাগ ভেলকি লাগ।
টিভির সামনে আমজনতা সরাসরি সম্প্রচার
কর্মকান্ড দেখল মানুষ থিতিয়ে গেল তলায় রাগ।
কেউ ভাবেনি এমন হবে এটাই হল আসল খেল
এক আদেশে মিলে গেল পাষণ্ডদের জামিন বেল।
আমজনতা আঙুল চোষো গ্রহণ কর নোনতা স্বাদ
এটাই প্রমাণিত হল আমজনতা বেয়াক্কেল।
© অজিত কুমার কর