তছনছ সাজানো বাগান
অজিত কুমার কর
কাটাতে হবে দিন এবারে একা
হবে কী এ জীবনে আবার দেখা।
সাজানো এ বাগান নিমেষে খান খান
এটাই ছিল তবে ললাটে লেখা!
গড়েছি একা নয় দুজনে মিলে
এভাবে মাটিতেই মিশিয়ে দিলে!
বলেছি বারেবারে দ্বিমত হতে পারে
কঠোর মনোভাব কেন যে নিলে?
মেটান যেত নাকি বিবাদ যত
সুযোগ দিলে না তো বলেছি কত।
এত গোঁ ভালো নয় যে সহে সেই রয়
হৃদয়জুড়ে হল গভীর ক্ষত।
গিয়েছ না জানিয়ে নিশুতি রাতে
জানি না ছিল কিনা দীপিকা হাতে?
ঠিকানা কী তোমার জানাবে কে বা আর
কুয়াশা ছেয়ে যায় নয়নপাতে।
আমি তো শুধু চাই তুমি যা চাও
জীবনে প্রতি পদে তা যেন পাও।
যে ছবি আঁকা আছে অটুট র'বে কাছে
যতই দোষ তুমি আমারে দাও।
আমার এ হৃদয় দিয়েছি যারে
পারি না ব্যথা দিতে কখনো তাঁরে।
দুয়ার খোলা রবে ভাঙবে ভুল যবে
এলেই দেখা পাবে রয়েছি দ্বারে।
© অজিত কুমার কর