ট্রায়োলেট : স্বর্ণালি মুকুট
অজিত কুমার কর

সূর্যকরোজ্জ্বল শৃঙ্গ স্বর্ণালি মুকুট
দর্শক বিস্ময়ান্বিত উৎফুল্ল অন্তর
যেন ধ্যানমগ্ন এক ঋষি জটাজুট
সূর্যকরোজ্জ্বল শৃঙ্গ স্বর্ণালি মুকুট।
এভারেস্ট শৃঙ্গ এ তো নয় চিত্রকূট
উত্তাপে গলিত স্বর্ণ অপূর্ব নির্ঝর
সূর্যকরোজ্জ্বল শৃঙ্গ স্বর্ণালি মুকুট
দর্শক বিস্ময়ান্বিত উৎফুল্ল অন্তর।

© অজিত কুমার কর