স্বপ্নে দেখা আমার ভুবন
অজিত কুমার কর
আমার ভুবন শান্ত পৃথিবী পুরোটা ছন্দময়
পাশাপাশি দেশে নেই বিদ্বেষ সীমান্তে নেই ভয়।
জাতিভেদ নেই ঘৃনা দ্বেষ নেই সবাই আপনজন
নারী ও পুরুষে নেই ভেদাভেদ শুদ্ধ স্বচ্ছ মন।
এমন একটা স্বপ্ন দেখেই আজকে হয়েছে ভোর
স্বাগত জানালো শিস দিয়ে পাখি কেটে গেল ঘুমঘোর।
যে ছবি দেখেছি সারারাত ধরে আছে না কোথাও নাই
মোঠোপথ ধরে এগিয়ে চলেছি প্রেমের পরশ পাই।
দিঘিভরা জল পাড়ে কাশফুল ফুটে আছে শতদল
পাখি গায় গান মাঠভরা ধান আলো মেখে ঝলমল।
আমার মতোই আর যারা পথে জানাই শুভ সকাল
হাসি উপহার সকলেই দিল বদলেছে হালচাল।
শিশুরা চলেছে পিঠে ব্যাগ নিয়ে যেন প্রভাতের ফুল
ঠাকুমা বা দাদু, মা রয়েছে সাথে ওরা আছে মশগুল।
রাতে যা দেখেছি তাই দেখলাম সবকিছু সুন্দর
এভাবে চললে আমার ভুবন হয়ে যাবে মনোহর।
আমরা মানুষ বদলাতে পারি, এই ধরণির রূপ
প্রীতির বাঁধনে বাঁধব সবারে লতাদের অনুরূপ।
যদি মেনে নিই আমরা সবাই এক মা'র সন্তান
তাহলেই হবে বৈষম্যের সহজেই সমাধান।
© অজিত কুমার কর