স্বাগত হেমন্তিকা
অজিত কুমার কর
হালকা ঠান্ডা কে আর দেবে, দিল হেমন্তিকা
বর্ষাকাল ও শীতের মাঝে ওই তো বিভাজিকা।
শীত বেশি নেই বৃষ্টিও নেই বেড়াই পাহাড়-বনে
আনন্দ বেশ লুটছি আমি শীতল সমীরণে।
কাশফুল সব ঝরে গেছে পদ্ম অমিল ঝিলে
কিন্তু শালুক ফুটে আছে মজেছি ওর নীলে।
এই ঋতুতেই শ্যামাপূজা, খুশির দীপাবলি
কেউ বাদ নেই শামিল সবাই শহর-শহরতলি।
ধানের খেতে রং ধরেছে শিশির পাতায় শিষে
সকালবেলায় নরম রোদে পাখিরা মজলিশে।
ক'দিন পরেই শুরু হবে ধানকাটা ধানঝাড়া
হেমন্তিকার শেষ প্রহরে পড়বে কাজের তাড়া।
চাষির গোলা ভরে যাবে সোনারবরন ধানে
খুশির লহর কথাবার্তায় আসবে তখন কানে।
নবোদ্যমে উঠবে মেতে নবান্ন উৎসবে
কত নতুন খাবারদাবার, পায়েস পিঠাও হবে।
শীত ঋতুটি আসত যদি হেমন্তিকার আগে
তবে কী দুর্দশা হত ভাবলে ব্যথা জাগে।
তাই স্বাগত জানাই তোমায় ওগো হেমন্তিকা
তোমার ভালে পরিয়ে দিলাম অনুরাগের টিকা।
© অজিত কুমার কর