স্বাগত এই ঘরে
অজিত কুমার কর

শহর থেকে অনেকানেক দূর
সবুজ দিয়ে ঘেরা আমার ঘর
যাতায়াতের রাস্তা সরু খুব
পথের কাদা করবে সমাদর।

শুনেই তুমি ভয় পেয়েছো ঠিক
এ ঘর যেন ছোটো একটা দ্বীপ
চতুর্দিকে খাল রয়েছে এর
এখন তুমি করছ কি জরিপ?

পারাপারের ডিঙি একটা আছে
ওপারে নয়, বাঁধা তা এই পারে
খবর দিয়ো আসতে যদি চাও
দিচ্ছি বলে তোমায় বারেবারে।

আঁকছ নাকি ঘরের কোনো ছবি?
শিল্পী তুমি তা নিশ্চয় পার
কল্পনাতে রং মেশাতে দড়
চাই না আমি মোটেও তুমি হার।

বাস্তবে তা মিলেও যেতে পারে
ভাবছি বসে আমি তা নির্জনে
খবর দিলে ঠিক পৌঁছে যাব
বসবে তুমি বাঁশের পাটাতনে।

দেখতে পাবে কত শালুকফুল
এই কথাটা জানাইনি তো আগে
চমকে যাবে এই দৃশ্য দেখে
গান শোনাবে ভ্রমর অনুরাগে।

© অজিত কুমার কর