স্বাবলম্বী
অজিত কুমার কর
এত অবজ্ঞা কেন যে আমাকে কর
সময়ের সাথে তা যেন যাচ্ছে বেড়ে
খুব কুৎসিত, তেমন মোটেও নয়
কোন উর্বশী নজর নিয়েছে কেড়ে?
যা কিছু বলেছ তাহলে মিথ্যা সব
বড় অভিনেতা সুনিপুণ অভিনয়
জড়িয়ে পড়েছি অদৃশ্য পাতা ফাঁদে
কী করে মানুষ হয় এত নির্দয়!
তোমার আমার দুস্তর ব্যবধান
তোমাকে ছাড়াই আমিও বাঁচতে পারি
হয়তো একথা তোমার অজানা নয়
কী কাজ পারে না এই বিশ্বের নারী?
কণ্টকে ভরা এগিয়ে যাবার পথ
আসুক বিপদ ঝরুক রক্ত পা'য়
মৃত্যুকে আমি কখনও করি না ভয়
সঙ্গীবিহীন-নারী নয় অসহায়।
যদি ভেবে থাক নারী খুব দুর্বল
তাহলে তুমি তো অতিশয় নির্বোধ
কূপমণ্ডূক গহিন আঁধারে বাস
এগিয়ে যাবই ভেঙে সব প্রতিরোধ।
© অজিত কুমার কর