সুখের ঠিকানা
অজিত কুমার কর

সবাই তো চায় সুখ
ওর ঠিকানা আপন কুটির প্রিয়ার হাসিমুখ।
থাকে যদি শ্রীমুখ পাশে
শিশির যেমন রৌদ্রে হাসে
তেমন হাসি ফুটবে মুখে উধাও হবে দুখ।
গোপন অস্ত্র মজুদ কাছে, সহাস্য তাকতুক।

যখন অবসর
গৃহস্থালির কর্ম কর, সাজাও আপন ঘর।
ওই শাড়িটা কাঁথায় লাগাও
নতুন একটা আগে তো দাও
ফিতাও এনো মিটার দুয়েক, রঞ্জিত অধর
চলো তবে একসাথে যাই কথা পরস্পর।

স্বল্প উপার্জন
তাতে কিছুই যায় আসে না, সংযত যাপন।
লংকা পেঁয়াজ দুমুঠো ভাত
তারা গুনে কাটুক-না রাত
স্বর্গ নেমে আসবে ঘরে রইবে আজীবন
একই সূত্রে গাঁথা রবে দুটি সবুজ মন।

আলো-বাতাস-জল
প্রকৃতিতে মেলে সবই, দেহে জোগায় বল।
পাখির কূজন ফুলের সুবাস
গোধূলিতে রঙিন আকাশ
সপ্তরঙের বর্ণালিতে রামধনু উজ্জ্বল
প্রাণের কলকাকলিতে ভরা ভূমন্ডল।

© অজিত কুমার কর