সুদূরপ্রসারী প্রভাব
অজিত কুমার কর
ফেব্রুয়ারির একুশ এলেই
বিষাদে মন যায় ভরে
যদিও কারন অজানা নয়
কপোল বেয়ে জল ঝরে।
বাংলা ভাষার মৃত্যু হলে
বাঙালিও বাঁচত না
ইতিহাসের পাতায় লেখা
দুঃখজনক ঘটনা।
অকুতোভয় বাঙালিরা
করল শুরু আন্দোলন
অতর্কিতে চালায় গুলি
অকালে প্রাণ বিসর্জন।
জীবন গেলেও রইল অটুট
বাংলা ভাষার মর্যাদা
নতুন দেশের জন্ম হল
মাড়িয়ে দিয়ে সব বাধা।
© অজিত কুমার কর