স্রোতে যায় ভেসে
অজিত কুমার কর

কেবল বাংলা বর্ণগুলোই পুঁজি  
ওখান থেকেই লেখার রসদ খুঁজি
ফসল ফলায় কৃষক কষ্ট করে
যত সৌরভ অক্ষরে অক্ষরে।

চাষের জন্য খুব প্রয়োজন মাটি
ধান-পাট-গম কেউবা বেল দোপাটি
সৃষ্টির মশলা কল্পনাপ্রসূত
আবার জোগায় ভূমণ্ডল প্রভূত ।

ফুলবাগিচায় বেড়াই যখন ঘুরে
চাঁদের আলোয় নিঝুম রাতদুপুরে
ফুলপরিদের অঙ্গের সুরভিতে
আমার কাব্য নেয় কত মন জিতে।

নর্তকী কেউ যোগ দিলে ওই রাতে
প্রবল স্রোতের অত চাপ সামলাতে
পারত না কেউ, বাঁধভাঙা উচ্ছ্বাসে
তুলত তুফান যমুনায় তার পাশে।

© অজিত কুমার কর