শ্রেষ্ঠ সৃষ্টি নারী
অজিত কুমার কর

কত গুণে গুণান্বিত
হতে পারে একটি নারী
কয়জন নর সঠিক জানে
এ প্রশ্নটা খোদ আমারই।

সহিষ্ণুতা অপরিসীম
নেইকো দোসর এ জগতে
মানিয়ে নিতে ভালোই পারে
দেখছি রোজই ভূ-ভারতে।

ফুল ফোটে না যে কাননে
সে তো আস্ত মরুভূমি
দৃষ্টিনন্দন মোটেও তা নয়
দ্বিমত পোষণ কর কী তুমি?

ফুলের মতোই হৃদয় কোমল
আবার ভীষণ শক্তিশালী
হতে পারে কেবল নারী
আঁধার-রাতে চাঁদ একফালি।

নারী হল শ্রেষ্ঠ সৃষ্টি
মহিমময় ভূমন্ডলে
ওরাই সবায় পথ দেখাবে
অন্তরীক্ষে-জলে-স্থলে।

অবজ্ঞা নয় আসুন সবাই
লালন করি সসম্মানে
কল্যাণী-রূপ উঠবে ভেসে
নতুন জোয়ার লাগবে প্রাণে।

© অজিত কুমার কর