সঁপেছি মন একতারাতে
অজিত কুমার কর
সকাল হলেই সবার আগে পথ আমারে ডাকে
বলবে আমায়, 'সারাদিন কি ঘরেই বসে র'বি?'
বেরিয়ে পড়ি সাথেসাথেই একতারাটি নিয়ে
রঙের মেলা পুবগগনে উঠছে জেগে রবি।
দুপাশে ক্ষেত সোদামাটির গন্ধ ভেসে আসে
ছানা ছাড়া পাখপাখালি নেইকো এখন নীড়ে
এঁকেবেঁকে পথ গিয়েছে কোন সে অচিনপুরে
মেঘের পুরু আস্তরণই রোদ রেখেছে ঘিরে।
কেবলমাত্র একটি পায়ে ঘুঙুর আছে বাঁধা
বেজেই চলে রুমুর-ঝুমুর প্রতি পদক্ষেপে
আমার সাধের একতারা কী চুপটি করে থাকে
এক আঙুলের ছোঁয়া পেলে ও ঠিক ওঠে কেঁপে ।
বৃথা সময় নষ্ট করিস কাজ না করে কেন
মানবজীবন ক্ষণস্থায়ী বুঝবি বল আর কবে
সমস্ত কাজ শেষ করে ফেল রাখিস না রে ফেলে
ডাক এলে কি রইবি বসে চলে যেতেই হবে।
এ গান যখন গাইছি আমি প্রশ্ন ভেসে আসে
একতারাতে প্রাণ সঁপেছিস ঘুরিস পথে পথে
গান গেয়ে কী এই জীবনে পাবি রে তাঁর দেখা
ভেবে দেখিস ফিরতে হবে বিফল মনোরথে।
© অজিত কুমার কর