. শূন্য
অজিত কুমার কর
দুর্বিষহ জীবন এখন।
কমান কমান আরও কমান দন্ডমুণ্ডের কর্তা যখন
শূন্য হলে সহজ হিসাব তবু লোকে রাখবে তখন।
চোর ডাকাতের ভয় আছেনা গচ্ছিত রয় পোস্ট অফিসে
ছটফটানি বন্ধ হবে মাটির সাথে রইলে মিশে।
কামড় দিলে আশীবিষে।
দীনের চেয়ে আরও যে দীন।
নীরব এখন বেশি সরব, বিজয় বলে সাহায্য দিন
বেতন দিচ্ছি কর্মচারীর, নিতে হবে আবার কি ঋণ?
ব্ল্যাক মানি না কালো টাকা ফিরেছে কি আদৌ দেশে
জেব্রা-ঘোড়া-জিরাফ-হনু চিড়িয়াখানায় বড়ই ক্লেশে।
দেখে মানুষ গড়ায় হেসে।
দেখব কত এ জীবনে।
ও' গোল ঘরে বসে যারা বকমবকম কম বেতনে
ওদের বেতন ডবল করুন ঠান্ডা মাথায় সংগোপনে।
দেশের জন্য কত ভাবেন, সুরক্ষা চাই আরও বেশি
দেহরক্ষী পর্যাপ্ত চাই, করবে না কেউ রেষারেষি।
বিলেতি নয় সবাই দেশি।
কাপড় কোথায় মরছি লাজে।
কত অস্ত্র মজুদ ঘরে লাগলো না তো এখন কাজে
করোনা তো একাই একশো আধিপত্য তার বিরাজে।
গবেষণায় হাসপাতালে বিনিয়োগে খামতি কেন
বোধের ঘরে ঢুকছে ধোঁয়া, এমনটি আর হয় না যেন।
সমাপয়েৎ মধুরেন।
© অজিত কুমার কর