গীতি কবিতা : শুধু তুমিই পাশে
অজিত কুমার কর

তুমি ছাড়া কে বা আমার সর্বদা রয় পাশে
ঘরে কিংবা বাইরে যখন জানায় তা বাতাসে।
এই হৃদয়ের অলিন্দেতে
রেখেছি তাই আসন পেতে
শূন্য পড়ে থাকে আসন হতাশা নিশ্বাসে।

নিবিড়ভাবে পাবার আশায় কাটে আমার বেলা
না বোঝালে কে বোঝাবে তোমার লীলাখেলা।
দিন ফুরোলে রাত্রি নামে
শুক দেখা দেয় অন্তযামে
তুমি দেখা দেবেই আমায় আছি সেই বিশ্বাসে
তুমি ছাড়া কে বা আমার সর্বদা রয় পাশে।


© অজিত কুমার কর