শ্রাবণধারার সাথেই এসো
অজিত কুমার কর
মেঘ মারফত পাঠিয়েছিলাম
পাওনি সে খবর?
শ্রাবণ এলেই তখন আমার
মিলবে অবসর।
অঝোর ধারায় ঝরেই যাচ্ছে
থামছে না তো আর
রুমুর-ঝুমুর বাজছে নূপুর
ওটাই কি তোমার?
কেবল শব্দ শুনতে পাচ্ছি
কোথাও তুমি নাই
বৃষ্টিধারার সাথেই তোমার
পরশ যেন পাই।
হাসনুহানার মিষ্টি সুবাস
মাতাল করে মন
মাত্র একটিবারের জন্য
দেখা দাও এখন।
এ প্রতীক্ষার হোক অবসান
শাওন দেখে যাক
প্রেম-যমুনায় ভাসব দুজন
তাই দিয়েছি ডাক।
© অজিত কুমার কর