শোকগাথা
অজিত কুমার কর

আর্ত চিৎকারে মেলেনি সাড়া
ছিল না কেউ পাশে শত্রু ছাড়া।
আব্রু লুট করে চেপেছে টুঁটি জোরে
দুচোখ বেয়ে শুধু রক্তধারা।

মৃত্যু ঘটে গেল তৎক্ষণাৎ
ঘোষণা করে রবি রাত প্রভাত।
জনতা সোচ্চার চাইছে সুবিচার
মৌন ছিল শুধু দস্যু যারা।

© অজিত কুমার কর