শোধবোধ

এখন কামড় দেয় নয় শুধু কুকুরে
কামড়াকামড়ি করে রাজপথে দুপুরে।
মানুষের এত ক্রোধ
নিয়ে নিল প্রতিশোধ
হারিয়েছে শুভবোধ কামড়ালো সে ঘুরে।




ছিঃ কী লজ্জা

দাঁত আছে যে প্রাণীর রেগে গেলে কামড়ায়
তা বলে কি কামড়ানো মানুষের শোভা পায়?
হতে পারে রাগি ভারী
কামড়ানো হটকারী
লোকে ছিঃ ছিঃ করবেই মান যায় লজ্জায়।

© অজিত কুমার কর