শিরদাঁড়াহীন বুদ্ধিজীবী

শিরদাঁড়াহীন বুদ্ধিজীবী পদলেহন রোজ
মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে মাসোহারায় ভোজ।
গোলামির বীজ কোষে কোষে
চটি জুতোর প্রান্ত চোষে
ক্যামেরাম্যান দেখলে ওরা সহাস্যে দেয় পোজ।



সঙ্গে নিবি

কয়েকটা চোর কারাগারে ঘুরছে পথের লাখ ডাকাত
পোশাকের রং ভিন্ন শুধু আর কিছুতে নেই তফাৎ।
ক্ষমতাসীন দলে ওরা
জনগণের অর্থে ঘোরা
হাতের মুঠোয় গোয়েন্দারা ওদের ভীষণ লম্বা হাত।

© অজিত কুমার কর