শিক্ষাসোপান
অজিত কুমার কর
বর্ণপরিচয়
জয় সাগরের জয়
ওটাই শিশুর জ্ঞানের সোপান
পড়তে পায় না ভয়।
অ এর পরে আ
পাশেই বসে মা
মই বোলানো চলছে থাকে
হাসছে, কাঁদে না।
প্রথম শব্দ কর
পড়ে যায় ঝরঝর
তিন বর্ণের শব্দগুলো
এসেছে তারপর।
দিত না কেউ চাপ
মুখে খুশির ছাপ
শিশুরা তাই অনায়াসে
পেরোয় প্রথম ধাপ।
তিনি জ্ঞান সাগর
সবদিকে নজর
সহজ সরল প্রকাশভঙ্গি
করুণানির্ঝর।
© অজিত কুমার কর