শেফালিকা ভালোবাসি তোমারেই
অজিত কুমার কর
নিশীথে শেফালিকা মেলবে দল
সবাই ঘুমঘোরে
প্রভাতে যাবে ঝরে
একাকী চুপিসারে ছোঁবে ভূতল।
হয় না বেনিয়ম সদা সজাগ
ঘড়ির টিকটিক
কত আন্তরিক
নিয়মনিষ্ঠ সে একশো ভাগ।
আমিও জেগে জেগে কাটাই রাত
নীরব কর্মী ও
হতে পারি আমিও
মাপা সময় শেষ হবে হঠাৎ।
শিউলি দিতে জানে উজাড় করে
মানুষ শুধু চায়
ভোগ করে, জমায়
বৈষম্য তাই ধরণি 'পরে।
স্বর্গে পারিজাত শেফালিফুল
কুড়াই সাজিভরে
একটি দুটি করে
সৌরভ আমারে করে আকুল।
জান কী ভালোবাসি কত তোমায়?
য'দিন র'ব বেঁচে
কাটাব গেয়ে নেচে
ভরাব তোমারেই ভালোবাসায়।
© অজিত কুমার কর