শাসক বোঝে না অর্থ
অজিত কুমার কর

শাসকশ্রেণি বুঝবে কবে স্বাধীনতার মানে?
দেশদ্রোহী ছাপ লাগাবে প্রতিবাদীর গায়ে
কণ্ঠরোধের চেষ্টা প্রবল দমন পীড়ন নীতি
মিথ্যা মামলা করবে রুজু মত প্রকাশের দায়ে।

ব্যক্তিস্বাধীনতা হরণ ওতেই বাহাদুরি
যেন চলে নেতা মন্ত্রীর  মৌরসিপাট্টা
বঞ্চিত হয় আমজনতা শাসক স্বার্থান্বেষী
আন্দোলনে শামিল হতে তখনই এককাট্টা।

দেশটা স্বাধীন হলেও কিন্তু কমেনি ভোগান্তি
গরিব হচ্ছে আরও গরিব ধনী আরও ধনী
অশান্তি তাই সারাদেশে নামেই স্বাধীনতা
অরাজকতা চলছে দেশে তাইতো প্রমাদ গনি।

© অজিত কুমার কর