শাওনের জলতরঙ্গ
অজিত কুমার কর
শাওন এলেই মেলবে আঁখি কামিনী-বকুল
এই সুখবর পৌঁছে দেবে বাতাস অনুকূল।
বৃষ্টিফোঁটার সাথে ঝরে কদমের কেশর
যখন ওপথ দিয়ে হাঁটি ভরে যায় অন্তর।
হাসনুহানাও করল আমার দৃষ্টি আকর্ষণ
এড়িয়ে যাব কেমন করে দাঁড়াই কিছুক্ষণ।
বৃষ্টি ঝরুক আরও ঝরুক ভরে যাক খালবিল
তা না হলে জমবে না যে ব্যাঙের মেহফিল।
চোখের সামনে উদ্ভাসিত গ্রামবাংলার রূপ
চারিদিকে শুধুই সবুজ কী করে রই চুপ?
কণ্ঠ থেকে বেরিয়ে আসে কবিগুরুর গান
আমি যেন উদাস বাউল একতারাতে টান।
জল থইথই সরোবরে পানকৌড়ির ডুব
মাছরাঙা চুপ করে বসে ডাহুকের গুবগুব।
বর্ষা আমার প্রিয় ঋতু প্রিয় শ্রাবণ মাস
অঝোর ধারায় ভিজি আমি যেমন ভেজে ঘাস।
© অজিত কুমার কর