শালুকঝিলের মেয়ে
অজিত কুমার কর
শালুকঝিলের পাড়ে
ছিলেম তখন আড়ে
কাজলা মেয়ের ওই দুটি চোখ
আমার নজর কাড়ে।
সূর্য এখন পাটে
এগিয়ে গেলাম ঘাটে
কার প্রতীক্ষায় রয়েছে ও
ফিরবে কখন বাটে?
লালশালুকের রাশি
আমিও ভালোবাসি
নৌকা থেকে তুলে দিলাম
উপহার পাই হাসি।
চাইব ইচ্ছে ছিল
যেতেই আমায় দিল
চোখে ভাষায় প্রেমের পরশ
আপন করে নিল।
© অজিত কুমার কর