শব্দব্রহ্ম
অজিত কুমার কর
স্বচ্ছতা নিমজ্জমান অতলান্ত জলে
কলুষ সরাবে কারা কোন মন্ত্রবলে?
মাত্রাছাড়া দূষণের আজ ছড়াছড়ি
প্রবল প্রতাপে নীতি খায় গড়াগড়ি।
আতঙ্কে প্রহর কাটে শব্দব্রহ্ম শুনে
প্রতিবাদে পৃথ্বীতল সিক্ত হবে খুনে।
সীমাহীন অত্যাচারে কম্পমান ধরা
অকালে করিছে গ্রাস তাই মৃত্যু-জরা।
এভাবে বাঁচার চেয়ে মৃত্যু ঢের ভালো
জানি না মুছাবে কারা কলঙ্কের কালো।
ধ্বংসকে সাদরে ডাকে মানবসমাজ
কাণ্ড দেখে ধরিত্রীর ঝরে অশ্রু আজ।
শ্রেষ্ঠ জীব আর কেন দাও প্রাণে ব্যথা
অনুভূত হয় না কি এই ব্যাকুলতা।
© অজিত কুমার কর