সেরা পুরস্কার
অজিত কুমার কর

হঠাৎ দেখার পরেই আলাপ রিমঝিমঝিম বর্ষাতে
কদম দিতে খুব সহজে গুঁজলে নিজেই খোঁপাতে।
যেই বলেছি, 'লাগছে দারুণ' অমনি হাসি উপহার
রেখে দিলাম কুলুঙ্গিতে পাওয়া সেরা পুরস্কার।

কত কথাই হল সেদিন কম্পিত হয় বীণার তার
পেরিয়ে গেছে কয়েক বছর আসে না তো সেই আষাঢ়।
বৃষ্টি এলেই মনে পড়ে যৌবনের সেই রঙিন দিন
দাঁড়িয়ে থাকি কদমতলায় একা একাই, সঙ্গীহীন।

জ্যৈষ্ঠ মাসের কদিন বাকি ফুরোলেই তো আষাঢ় মাস
ওর ছবিটাই উঠছে ভেসে ঘন ঘন পড়ছে শ্বাস।
বৃষ্টি নামবে আসবে না ও এটা যেন মিথ্যা হয়
আশায় আশায় কাটাচ্ছি দিন হবে না কি সমন্বয়।

হঠাৎ বাতাস বন্ধ হল একটু পরেই প্রবল ঝড়
উড়ে গেল এক নিমেষে আমার ঘরের চালের খড়।
বৃষ্টি নামল অঝোর ধারায় ও বোধ হয় আজ আসবে না
কিন্ত ও কে ওই যে দূরে লাগছে যেন খুব চেনা।

© অজিত কুমার কর