সেল সেল
চৈত্রমাসের শেষ প্রহরে দশ-বারো-দিন সেল
দোকানদারের ধান্দাবাজি ক্রেতা বেআক্কেল।
সব দোকানেই ভিড়
গিন্নিরা অস্থির
বাগিয়েছে হাজারদশেক বাবুর বুকে সেল।
কঠিন শাস্তি
হেড়িয়া খেয়ে কত্তা ফেরে রাতে নেশার ঘোরে
হাতের কাছে যা পেয়েছে গিন্নি ছোঁড়ে জোরে।
গায়ে মাথায় লাগে আঘাত
হাতা দিয়েও সপাত সপাত
উঠে পড়ার সামর্থ্য নেই রইল মেঝেয় পড়ে।
© অজিত কুমার কর