সত্য উদ্ঘাটিত হোক
অজিত কুমার কর
টাকার জন্য কিছু মানুষ এত নীচে নামতে পারে!
হাসপাতালেই খুন-ধর্ষণ গভীর রাতে অন্ধকারে।
আরও কজন চিকিৎসকের প্রাণ গিয়েছে আরজি কর-এ
করেছে কি আত্মহত্যা? রটিয়েছে কায়দা করে।
একটা লোকের কীর্তি এসব সেজন কেমন প্রভাবশালী
চার ঘন্টায় পুনর্বহাল দাও দাও দাও জোরসে তালি।
তথ্য লোপাট করার জন্য ব্যস্ত ছিল কর্তৃপক্ষ
পুলিশেরও মদত ছিল এসব কাজে খুবই দক্ষ।
আত্মহত্যা করেছে ও, জানায় ওরা মা-বাবাকে
এটা অবিশ্বাস্য ব্যাপার মিথ্যা দিয়ে সত্য ঢাকে।
সনির্বন্ধ অনুরোধেও মৃত মেয়ের পায়নি দেখা
প্রতীক্ষমান ঘন্টাতিনেক কপোলজুড়ে অশ্রুরেখা।
সারা গায়ে ক্ষতচিহ্ন গোপনাঙ্গেও গভীর ক্ষত
সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তদের যায় না করা প্রতিহত।
দুষ্কৃতীদের কীর্তিকলাপ পাচ্ছে প্রকাশ ধীরে ধীরে
সিবিআই-এর গোয়েন্দারা আনবে আলো আঁধার চিরে।
মহামান্য আদালতও চালিয়ে যাচ্ছে নজরদারি
সত্য উদ্ঘাটনের জন্য তাইতো কড়া হুকুম জারি।
প্রতিবাদে শামিল মানুষ নারী পুরুষ নির্বিশেষে
সবার দাবি কঠিন সাজা, ওরা ইতর ভদ্রবেশে।
© অজিত কুমার কর