শরৎ এলে পদ্ম ফোটে
অজিত কুমার কর
আকাশজুড়ে মেঘের আনাগোনা
আলো-ছায়ার চলছে লুকোচুরি
মাঝে মধ্যে বৃষ্টি আসে ঝেঁপে
গৃহবন্দি অলস ঘোরাঘুরি।
ছাতিম গাছে ফুল ধরেছে কত
সুবাস মেশে শীতল সমীরণে
পথ চলতে দেখি ক্ষণেক থেমে
প্রশ্ন জাগে কত আমার মনে।
কাশের বনে ফুলের উঁকিঝুঁকি
শরৎ এলে পদ্ম মেলে আঁখি
অষ্টমীতে ওকে যে দরকার
দেখব বলে আমরা বসে থাকি।
নীলকন্ঠ কখন আসে উড়ে
আসবে কবে উমা বাপের বাড়ি
কৈলাসে মা কী করছে এখন
রথ পাঠাবো যখন দেবে পাড়ি।
শেফালিকা শামিল মহোৎসবে
ওর আঁখিতে ঘুম আসে না রাতে
হৃদয়ে ওর তখন শিহরণ
ফোটার পরে পড়বে ঝরে প্রাতে।
আলোর বেণু ওইতো ওঠে বেজে
সময় হলো এবার আগমন
প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই
মর্ত্যবাসী ব্যস্ত সারাক্ষণ।
© অজিত কুমার কর