শপথ নেবার ক্ষণ
অজিত কুমার কর
বিদায় জানাব পুরোনো সালকে আজ
দুয়ারে দাঁড়িয়ে নতুন অতিথি এক
স্বাগত জানাতে ফাটাবো আতশবাজি
কাটব এখন মস্ত একটা কেক।
আলোকমালায় সাজিয়েছে ঘরদোর
উড়ে গেছে ঘুম জেগেই কাটাব রাত
আরব্ধ কাজ যেগুলো হয়নি শেষ
যত দ্রুত পারি দেব আগে ওতে হাত।
যদি না আমরা সকলে সজাগ হই
কীভাবে এগোবে আমাদের এই দেশ
শপথ নেবার এটাই সঠিক ক্ষণ
না-যেন জন্ম নেয় কোনো বিদ্বেষ।
যে ভুল করেছি নয়কো পুনর্বার
সেদিকে নজর থাকে যেন প্রতিদিন
বাড়াতেই হবে সহযোগিতার হাত
কমাব কিছুটা জন্মভূমির ঋণ।
আমরা মানুষ এই হোক পরিচয়
আমাদের মাঝে নেই কোনো ভেদাভেদ
এই ধরাতল একটি মাত্র ঘর
একসাথে র'ব নয় নয় বিচ্ছেদ।
যার যা ক্ষমতা রেখে যাব সাক্ষর
প্রতিযোগিতাটা থাকুক বিদ্যমান
সুফল মিলবে অচিরেই নিশ্চয়
দেখব সবাই মা'র হাসি অম্লান ।
© অজিত কুমার কর