সংকেত
অজিত কুমার কর
বাবার ধমক বেজায় কড়া
হজম করা কষ্টকর
কাছে টেনে আগলাবে মা
রক্ষাকবচ নিরন্তর।
ইশারাতেই বলবে আমায়
চুপটি করে দাঁড়িয়ে থাক
মাত্র মিনিটদুয়েক পরে
থেমে যাবে ঘূর্ণিপাক।
খোকার উপর হম্বিতম্বি
দেখিয়ে তুমি কী সুখ পাও
ও তো শিশু, ভুল করবেই
এখন নিজের কাজে যাও।
বলেছিলাম ফিরবে বাবা
পড়া করেই বাইরে যাস
আমার কথা না শোনার ফল
শুধু শুধু ধমক খাস।
সিগন্যাল লাল দেখতে পেলেই
চালক গাড়ি থামিয়ে দেয়
যতক্ষণ না সবুজ হচ্ছে
হাত গুটিয়ে সময় ব্যয়।
মাছ ধরতে যায় কি জেলে
পেলে ঝড়ের পূর্বাভাস?
নৌকাডুবি হতেই পারে
গুমরে মরে অভিলাষ।
© অজিত কুমার কর