সঙ্গী কেবল একতারা
অজিত কুমার কর
ঘর ছেড়ে আজ বেরিয়ে এলাম জ্বলছে তখন লক্ষ তারা
অপূর্ণ সাধ মিটল আমার খুশিতে হই আত্মহারা।
একতারাটাই সঙ্গী আমার উত্তরীয় একটা গায়ে
লজ্জা নিবারণের বসন, ঘুঙুর বাঁধা দুইটি পায়ে।
কোথায় কখন নামবে আঁধার সাঁঝতারা ঠিক জানিয়ে দেবে
দিনের মতো পথচলা শেষ ক্লান্ত চরণ বিরাম নেবে।
দুমুঠো চাল ফুটিয়ে নিলাম পথের পাশে আগুন জ্বেলে
তৃপ্তি সহকারে ভোজন একটা সেগুনপাতায় ঢেলে।
সন্ধ্যাতারা ডুবে গেলেও জোনাকিরা প্রদীপ জ্বালে
সপ্তঋষি জেগে থাকে পাখির কূজন সাতসকালে।
আবার নতুন দিনের শুরু একটা নতুন রাস্তা ধরে
বাড়বে বেলা নামবে দুপুর ক্ষণেক বিরাম দ্বিপ্রহরে।
নদীর জলে মেটাই তৃষা অবগাহন নদীর বুকে।
ওর চলা তো বিরামবিহীন গমন সাগর অভিমুখে।
আমার যাত্রা লক্ষ্যবিহীন থামব কোথায় এ মন জানে।
বেরিয়েছি সব ছেড়ে তাই একতারা আর পথের টানে।
মাথার উপর নীল চাঁদোয়া বেড়াই আমি ঘুরে ঘুরে
রুমুর ঝুমুর ঘুঙুর বাজে নিমগ্ন রই বাউল সুরে।
বন্ধনহীন বাউল-জীবন আমি এখন মুক্ত পাখি
আজ এখানে জানি না হায় আগামীকাল কোথায় থাকি।
© অজিত কুমার কর