সঞ্চয়
অজিত কুমার কর
যত আয় তত ব্যয় হয় যদি
সুখকর হবে না তো পরিণাম
দিনে দিনে কমে বল মানুষের
যৌবনে দেহ থাকে ছিমছাম।
যতটুকু পার কর সঞ্চয়
আপদেবিপদে এর প্রয়োজন
আসে না তো রোগব্যাধি বলে কয়ে
আস্থা জোগাবে ওটাই তখন।
মধুকর সঞ্চয়ী চিরকাল
খাদ্য মজুত রাখে মৌচাকে
দুর্দিনে ওই খেয়ে বাঁচে প্রাণ
রানিকে ঘিরেই ওরা বসে থাকে।
হয় যদি লাগাতার বর্ষণ
বাঁচার রসদ তখন কে দেবে
অনাহারে কাতরায় বেহিসেবী
অযথা করো না খরচ না ভেবে।
© অজিত কুমার কর