সঞ্চারিত কলুষতার কোরবানি
অজিত কুমার কর
আপন চিত্তে অশুভ যা কোরবানি দাও নির্দিধায়
তবেই তিনি খুশি হবেন সবাই জানি সুনিশ্চিত
চেষ্টা করলে পারব সবাই মোটেও তা নয় সাধ্যাতীত
কিন্ত আমরা এড়িয়ে চলি নামি না কেউ পরীক্ষায়।
লোভ-লালসা বড় শত্রু কন্টকিত করছে পথ
প্রমোদে গা ভাসাই আমরা ভোগের দিকে যায় নজর
কল্পনাবিলাসী এ মন উড়ে বেড়ায় নিরন্তর
সমগত শুভলগ্ন নিতে হবে সেই শপথ।
চান-না তিনি ইদের দিনে ঘটুক এত রক্তপাত
অসহায়ের কাতর কান্না বাড়ায় না কি বক্ষশূল?
কবে মানুষ শিক্ষা নেবে যা করছে তা বিরাট ভুল
জবাই করার সময় দেখ কাঁপবে না কি তোমার হাত?
একদিনে সব বন্ধ হবে, এমন ভাবনা অবান্তর
ভোরের আজান বার্তাবহ পরক্ষণেই হোক প্রচার
জীবের প্রতি দয়া দেখান এ দায়িত্ব নয় একার
রক্তপাতহীন উৎসব চাই জানুক বিশ্বচরাচর।
শান্তি ফিরুক সারাবিশ্বে বিরাজ করুক সুস্থিতি
পৃথিবীটাই স্বর্গ তখন বিলুপ্ত হোক হিংসা দ্বেষ
বৃষ্টিধারার মতোই ঝরুক মুখে মুখে এ সন্দেশ
সুন্দর এই ভূমণ্ডলে উঠুক গড়ে সম্প্রীতি।
© অজিত কুমার কর