সম্পর্কের অকালমৃত্যু
অজিত কুমার কর

সকলের সাথে সুসম্পর্ক
যদি সকলের থাকতো
তাহলে বিপদ ঘটতো না আর
ভীতি জাগত না হলেও আঁধার
কমে যেত ভার দুশ্চিন্তার
খুশির পরাগ মাখতো।

কত অঘটন ঘটে রোজ রোজ
এড়াতে করে না কসুর
অতি পরিচিত শত্রু তখন
বলপূর্বক গণধর্ষণ
নিমেষেই করে জীবনহরণ
ওরা অমানুষ, অসুর।

সহপাঠী মানে তারা ভাইবোন
এই শিক্ষাই পেয়েছি
আমি যাহা ভাবি ওরা তা ভাবে না
তবে কি সৎ-রা বন্ধু পাবে না?
কুঅভিসন্ধি কেউ জানাবে না?
সহমর্মিতা চেয়েছি।

শুভবুদ্ধির উদয় হলো না
খাদের কিনারে দাঁড়িয়ে
বিশ্বাস করা সত্যি কি পাপ?
খুনি-ধর্ষক লেগে গেল ছাপ
পিশাচের মনে নেই অনুতাপ
দিল না দুহাত বাড়িয়ে।

© অজিত কুমার কর