সময় হলে যেতে হবে
অজিত কুমার কর
চলে যেতে চাইলেই কি পাবে ছাড়া
বল আগে যাবে তুমি কোন মুলুকে
দিন ফুরোবার আগেই কেন যাবার তাড়া
বেশ তো আছ কুঁড়েঘরে পরম সুখে।
প্রভাত হলেই বিহঙ্গেরা রয় না নীড়ে
কোথায় যাবে তাও বোধ হয় নেইকো জানা
আকাশ যখন উঠবে রেঙে আসবে ফিরে
বদলে ফেলে নিত্য দিনই তার ঠিকানা।
পাপড়িগুলো ঝরে কেবল কর্ম শেষে
আনন্দ দেয় গন্ধ বিলায় সমীরণে
কীটপতঙ্গ রোজ আসে যায় ভালোবেসে
সারাটাদিন মাতে ওরা গুঞ্জরনে।
তুমি আমি আমরা সবাই তাঁর আশ্রয়ে
বার্তা এলেই মুক্তি তখন, কে আটকাবে
ধরার বুকে আমরা আছি তাঁর নিলয়ে
নির্নিমেষে দিগবলয়ে হারিয়ে যাবে।
© অজিত কুমার কর