সখী অসুস্থ

শিউলিসখীর বিষণ্ণ মুখ অসুস্থ খুব বন্যাতে
তা দেখে মন ভীষণ খারাপ, পারছে না ফুল ফোটাতে।
প্রার্থনা এই ও যেন ফের সুস্থ হয়ে ফুল জোগায়
চারটি দশক কাল কেটেছে জ্যোৎস্নারাতে একসাথে।

© অজিত কুমার কর