সকালবেলা সবার কাজ
অজিত কুমার কর

সাতসকালে সুয্যিমামা
চুমা দিয়ে ঘুম ভাঙায়
দুটো শালিক গান শুনিয়ে
তখন আমার মন রাঙায়।

শিউলি ডাকে সুবাস দিয়ে
'কখন আমায় কুড়োবি?
দেরি হলেই শুকিয়ে যাব
চোখ রাঙালে ওই রবি।'

ধড়ফড়িয়ে উঠে আমি
সবার আগে ফুল কুড়োই
মালা গাঁথার আগেই আমি
মা-ঠাকুমার আদর খাই।

সকালবেলা ওই দুজনের
ফুরসত নেই হাজার কাজ
ঢং ঢং ঢং বাজলে ন'টা
পরতে হবে স্কুলের সাজ।

দেরি হলেই মা বলবে
হচ্ছেটা কী আজ তোমার?
স্কুলে গিয়েও জুটবে দেখো
দিদিমণির তিরস্কার।

© অজিত কুমার কর