সহপাঠীদের উদ্দেশে
অজিত কুমার কর
স্মৃতিপটে সমুজ্জ্বল কিছু কিছু ছবি
যখনই তা ভেসে ওঠে রোমাঞ্চিত হই
শৈশব-কৈশোর যেন ফিরে এলো ফের
সহপাঠী কোথা তাঁরা একা বসে রই।
সংখ্যাটা বড়জোর শ'পাঁচেক হবে
আমার মতোই তাঁরা সকলে প্রবীণ
পক্ককেশ-ন্যুব্জদেহ-দুচোখেই লেন্স
চলচ্ছক্তিহীন কেউ অবস্থা সঙ্গিন।
বন্ধুত্ব উঠেছে গড়ে সহপাঠী-সাথে
অটুট রয়েছে আজও সম্পর্ক মধুর
অদর্শনে মাঝেমধ্যে করি হাহুতাশ
মোবাইলে যোগাযোগ দূর নয় দূর।
অকালেই ঝরে গেছে কিছু কিছু ফুল
ভেসে ওঠে একে একে সেই সব মুখ
ভারাক্রান্ত হয় মন ভিজে যায় চোখ
যেন শান্তি পায় ওরা যেখানে থাকুক।
ধাপে ধাপে পেরিয়েছি শৈশব-কৈশোর
যৌবন ফুরিয়ে গেছে, বার্ধক্য এখন
সহপাঠী-সহযোদ্ধা শুভেচ্ছা জানাই
সুস্থতায় কেটে যাক সবার জীবন।
© অজিত কুমার কর