সহজে মেলে না সব
শোনো শোনো সাফল্য কি খুব সহজে দেয় ধরা
চাইলেই কি নেমে আসে স্বর্গ থেকে অপ্সরা?
নয়কো মোয়া ছেলের হাতের
চাকরি পেতেও শ্রম লাগে ঢের
আকাশ থেকে ঝরলে কেবল কাটে দুরন্ত খরা।
সহজলভ্য সবকিছু নয়
ফেললে কড়ি তবেই মেলে জয়নগরের মোয়া
অর্থ ছাড়া যায় কি যাওয়া আকাশ পথে গোয়া?
সহজলভ্য সবকিছু নয়
দুর্গম পথ ঝঞ্ঝাকে ভয়
ছেলের হাতের মোয়া তো নয় এভারেস্টকে ছোঁয়া।
© অজিত কুমার কর