সাদর আমন্ত্রণ
অজিত কুমার কর
যে ফুল চেয়েছ সে ফুল কোথাও পাইনি এখনও খুঁজে
তবুও বলছ রয়েছে এখানে কী করে বলছো তুমি?
তুমি তো কখনও আসনি এখানে এলে হত সাক্ষাৎ
নখদর্পনে এ বনের সব এটা যে জন্মভূমি।
খালি হাতে আমি পারব না যেতে, যাওয়াও হবে না তবে
সব কাজ ফেলে খুঁজেই যাচ্ছি তন্ন তন্ন করে
জানি না সফল হব কী হব না জানে অন্তর্যামী
কেবল বলেছ সুগন্ধি বেশ শুঁকলে হৃদয় ভরে।
তাইতো শরণাপন্ন হয়েছি প্রজাপতি ভ্রমরের
সুগন্ধি ফুল একশো পেয়েছি জানি না তুমি যা চাও
পেয়েছি কিংবা পাইনি এখনও কেবল তুমিই জানো
দু'একটা ফুল একটু রঙিন এসে তুমি দেখে যাও।
বনের রাস্তা চেন না বলছ ভ্রমর চিনিয়ে দেবে
শুধু বলে দাও আসছ কখন চলে যাবে সীমানায়
কী রঙের শাড়ি পরবে জানিয়ো তাহলে সহজে পাবে
তুমিও ওদের চিনতে পারবে রইবে প্রতীক্ষায়।
বিলম্ব হলে শুকোবে এ ফুল তাই দ্রুত চলে এসো
স্বাগত জানাতে ওরাও তৈরি অবিরাম গুঞ্জন
এই অটবিতে ওরাই বন্ধু আর যত পশুপাখি
দোসর কোথাও পাবে নাকো খুঁজে বনের রূপ এমন।
© অজিত কুমার কর