সবচে' সহজ অঙ্ক
অজিত কুমার কর
বাংলা, ভূগোল, ভৌত বিজ্ঞান-
সবচে' সহজ অঙ্ক
দুই চার ছয় বারোই হবে
অকারণ আতঙ্ক।
নামতা সে তো আরও সহজ
ছয় দুগুনে বারো
পাঁচ ছ'গুনে কত, তুমি
নিজেই বলতে পারো।
লসাগু আর গসাগু তো
একেবারেই নস্যি
দুই ও চারের গসাগু টা
দাওনা বলে দস্যি।
মিটার লিটার দিয়ে মাপে
দৈর্ঘ্য এবং দুগ্ধ
বন্ধ হবে এবার তোমার
ভীতির সাথে যুদ্ধ।
© অজিত কুমার কর