শাবাশ পাবার যোগ্য তুই
অজিত কুমার কর
কচুপাতায় জল আটকায়
নূপুর-পরা এক মেয়ে
পাতা থেকে টুপ টুপ টুপ
জল ঝরছে গা-বেয়ে।
মা'র আজ্ঞায় গিয়েছিল
তুলতে কিছু ব্যাঙ-ছাতা
হঠাৎ বৃষ্টি শুরু হতেই
ঢাকে পাতায় তাঁর মাথা।
ফিরছিল সে যে পথ দিয়ে
পাশেই বড় চালতাগাছ
তারই পাশে ওদের পুকুর
উজান বেয়ে উঠছে মাছ।
চোখে মুখে খুশির ঝিলিক
আটখানা সে আহ্লাদে
আঁচলে তাঁর মাগুর ও কই
ফিরল মিনিট বিশ বাদে।
সকল কাজেই দেখছি দড়
লেখাপড়ায় নয় শুধুই
রাখ ওগুলো একটা ঠাকায়
শাবাশ পাবার যোগ্য তুই!
© অজিত কুমার কর