লিমেরিক : স্পর্শ গুণ

মৌমাছিরা বসল এসে তোমার দেওয়া ফুলে
বুঝিনি হায় কেমন করে উঠলো হৃদয় দুলে!
সেন্টমাখানো কাগজের ফুল
পতঙ্গও করলো এ ভুল
একটা ছবি রেখে দিলাম মন ক্যামেরায় তুলে।

লিমেরিক :  জ্যোতিষীর ভবিষ্যদবাণী

জ্যোতিষ বলল হবে তোমার একশোখানা বিয়ে
শুনেই লালু আহ্লাদিত বলল বউকে গিয়ে।
ঝাঁটা নিয়ে তৈরি ছিল
জমানো বিষ ঝেড়ে দিল
মরে গেলে করবি কেলি একশোটা বউ নিয়ে।

© অজিত কুমার কর