রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩২১

১২৮১
নারী হয়ে জন্ম নিলে হতেই হবে তোমায় লাশ
সুযোগ পেলেই আচম্বিতে করবে চরম সর্বনাশ।
সুরক্ষা কে দেবে তোমায় তেমন বন্ধু কোথাও নাই
বুক ফুলিয়ে ঘুরবে দোষী করবে মানুষ হা-হুতাশ।

১২৮২
হারায় না কেউ আশ্রয় নেয় ধরিত্রী মা'র আঁচলে
দৃষ্টিগোচর হয় না বলে ব্যথার অনল তাই জ্বলে।
এটাই সবার ভবিতব্য মেনে নিতে বাধ্য তাই
জীবসেবায় রইলে রত জীবন হবে ঝলমলে।

১২৮৩
মানবরূপে দেখছি যাদের তারা সবাই মানুষ নয়
তা না হলে চিকিৎসকের হাড়হিম করা মৃত্যু হয়?
সত্যটাকে গোপন করার চেষ্টা করছে যেসব লোক
তারাও দোষী, দেখছে মানুষ কী দন্ড দেয় ন্যায়ালয়।

১২৮৪
একলা নারী অরক্ষিত পিশাচ কাটবে আঁচড় গায়
সম্ভ্রম লুট করার পরে তাকে মেরে ফেলতে চায়।
ঘোর শঙ্কায় প্রহর কাটে কর্মস্থলে রাস্তাতে
সুস্থভাবে বেঁচে থাকার বাতলে দেবে কে উপায়?

© অজিত কুমার কর