রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩২০
১২৭৭
ভালোবাসা-আদর-স্নেহ পাখির কাছেই শিখতে চাই
এই পৃথিবীর শ্রেষ্ঠ গুরু দ্বিমত বোধ হয় কারুর নাই।
শেখার সুযোগ প্রত্যহ পাই তবুও শিখতে পারছি কি?
সদিচ্ছাই হারিয়ে গেছে 'আমরা সেরা' গাই সাফাই।
১২৭৮
তোমায় মালা পরিয়ে দিয়ে চলে গেলাম আড়ালে
যাতে না কেউ জানতে পারে কে চুম দিল লাল গালে।
মানিয়েছে তোমায় দারুণ দূর থেকেও পাচ্ছি টের
একটিবারও ভাবিনি হায় এ-সুখ ছিল কপালে।
১২৭৯
আমার দুচোখ খুঁজে বেড়ায় শুধুই তোমায় নিরন্তর
হতাশ হয়ে ফিরে আসি পাই না খুঁজে তোমার ঘর।
ফাগুন মাসের এক বিকেলে দেখা পেলাম অকস্মাৎ
এক মুহূর্তে সব সমাধান পড়ল বাঁধা দুইটি কর।
১২৮০
শিশুরা পায় মায়ের আদর সুরক্ষিত সারাক্ষণ
ধরিত্রীমার ভালোবাসাও ঠিক এমনই অকৃপণ।
শিশুর নিত্যদিনের সাথি জন্মদাত্রীর আশীর্বাদ
মায়ের কাছে তাঁর সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ ধন।
© অজিত কুমার কর