রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১৯
১২৭৩
মাঝেমধ্যে পাই না খুঁজে কোথায় আমার সেই আমি
এর উত্তর যে জোগাবে জানলে দেবোই প্রণামি।
কোনওদিন কি আর পাব না ফিরে আমার অতীতকে?
বিহ্বল হয়ে ভাবছি এটাই প্রশ্নটা যে খুব দামি।
১২৭৪
উঠতে একটু দেরি হলেই দিতিস কানে সুড়সুড়ি
রাত পোহাতে দেরি আছে ঘুমের ঘোরে গা-মুড়ি।
হয়েছে না হয়নি সকাল নয়ন মেলে দেখ চেয়ে
বিরক্তি ভাব প্রকাশ করতে শুয়ে শুয়েই পা-ছুঁড়ি।
১২৭৫
দীর্ঘদিন পর দেখা পেয়ে উল্লসিত দুইটি মন
মুহূর্তও হয়নি দেরি পথেই নিবিড় আলিঙ্গন।
অবলোকন চলছে শুধু দৃষ্টি তখন নিষ্পলক
এমন মধুর পুনর্মিলন চিত্তে জাগায় শিহরন।
১২৭৬
যখন ঘুমোও দেখতে থাকি অপলকে ওই শ্রীমুখ
প্রস্ফুটিত গোলাপ যেন মেলে তৃপ্তি, অপার সুখ।
জাগরণে একটিবারও মেলে না তো এই সুযোগ
কাজ করে যাও মুখ ফিরিয়ে হুহু করে তখন বুক।
© অজিত কুমার কর