রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১৮

১২৬৯
রইলে একা ফেলবে প্যাঁচে পার পাবে না এবার আর
আমার হাত পা বাঁধা এখন কোনওকিছুই নেই করার।
কী দোষ আমার ছিল বল একটা কথাও বললে না
আমি এখন বহুদূরে সামাল দেওয়ার দায় তোমার।

১২৭০
মানবজীবন ক্ষণস্থায়ী যেমন কচুপাতার জল
জীবের হিতে কর্ম কর যদি হতে চাও সফল।
নরেন্দ্রনাথ-রামানুজন-প্রীতিলতা-সূর্য সেন
স্বল্প আয়ু ওদের সবার, প্রদীপ্তিতে সমুজ্জ্বল।

১২৭১
কবে কখন হারিয়ে যাব কালের অতল গহ্বরে
অজ্ঞাত রয় সবার কাছে পড়ে সাকির নজরে।
সাগরবেলায় তা যদি হয় দেবে দুহাত বাড়িয়ে
তখন নিথর এই দেহটি লীন হবে নীল সাগরে।

১২৭২
প্রবাদ বাক্য সত্যি হল 'ফুলের ঘায়ে মূর্ছা যায়'
কী বলেছি তাতেই এমন সত্যি আমি অসহায়।
কেন এমন করছো তুমি এদিকপানে একটু চাও
কী অভিমত বলেই ফেল আছি ওটার প্রতীক্ষায়।

© অজিত কুমার কর