রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১৭

১২৬৫
একফালি চাঁদ ওটাই ধনুক ছিলায় যখন পড়ল টান
বেগ পেয়ে শর বিঁধল বুকে আকুপাকু পাখির প্রাণ।
পড়ল এসে সম্মুখে ওর রক্তে ভেজা তাঁর শরীর
একটুকু জল চাইল শুধু গাইছে বিদায়বেলার গান।

১২৬৬
শিশুর জন্ম খুব আনন্দের মৃত্যু ভীষণ ভয়ংকর
কোথাও তখন পূর্ণ গৃহ অন্য জায়গায় শূন্য ঘর।
মেনে নিতে হবেই এটা যতই মৃত্যু দুখের হোক
জীবজগতে ঘটছে রোজই দেখছে বিশ্ব চরাচর।

১২৬৭
সুনামি-ঢেউ সর্বগ্রাসী তাও কাটাতে পারঙ্গম
তোমার কাছে পরাজিত অবিলম্বে ফুরোয় দম।
ওই সাগরে হাবুডুবু তোমার হাতেই তখন প্রাণ
কী অবস্থা প্রকাশ করতে নয় সক্ষম এই অধম।

১২৬৮
আগে এমন হতো না তো এখন কেন হয় এমন
মেঘাচ্ছন্ন হলেই ও-চোখ আমার চোখে ঘোর প্লাবন।
দুটি আত্মা একীভূত তাই স্পন্দন একরকম
দেহ পৃথক হলেও কিন্তু দুই কলিজায় একটি মন।

© অজিত কুমার কর