রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১৬
১২৬১
ফুল হাতে যে দাঁড়িয়ে আছে সেও যেন এক গোলাপ
কেউ যদি অস্বীকার করে হবেই সত্যের অপলাপ।
ওই ফুলে কী জাদু আছে করছে দৃষ্টি আকর্ষণ
মন বলে চল যাই ও-বাগে পুড়ে খাক হোক মনস্তাপ।
১২৬২
কাঙ্ক্ষিত ধন না যদি পায় চোখে মুখে তার প্রকাশ
খুব অনীহা জাগে তখন সান্ত্বনা দেয় নীল আকাশ।
বাতাসে কার পদধ্বনি উন্মনা হয় তখন মন
বিরহিনী বোঝে এটা শুভ ক্ষণের পূর্বাভাস।
১২৬৩
কাঁটার বেড়া, কোনও পাঁচিল নেয় না কেড়ে সখ্যতা
অনায়াসেই বলতে পারে জমে থাকা সব কথা।
যখন দৃষ্টি অবরুদ্ধ দুহাত বাড়ায় তরঙ্গ
খুব সহজেই ভাববিনিময় অটুট থাকে মিত্রতা।
১২৬৪
কী দেখে তুই থমকে গেলি এ পথ দিয়ে রোজ তো যাই
তবে আজকে অন্য বেশে চমক লাগল বোধ হয় তাই।
ঘরে ফেরার তাড়া কীসের জলের কলশি থাক পড়ে
চলনা রে যাই মহুলবনে শুনিয়ে দেব আজ রুবাই।
© অজিত কুমার কর